অবতক খবর,২৯ ডিসেম্বর: নববারাকপুর থানায় পোস্টিং হবার পর থেকে পুলিশ গিরির সংঞ্জার বদলে দিয়েছেন থানার বড় বাবু সুমিত কুমার বৈদ্য ।পুলিশ যেমন দুষ্টের দমন করে তেমনি সৃষ্টের পালন করে— সেটাকে হাতে কলমে দেখিয়ে দিয়েছেন সুমিত কুমার বৈদ্য ও তার টিম।

প্রতিদিনের মতো শনিবার থানা এলাকায় টহলদারি চালাচ্ছিলেন নববারাকপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ।সেই সময় রাস্তায় দেখলেন ৯ নম্বর ওয়ার্ডের খড়েরমাঠ এলাকায় এক আংশিক প্রতিবন্ধী বৃদ্ধ কে এবং বৃদ্ধ সম্পর্কে খোঁজ খবর নিয়ে জানতে পারলেন তার ছেলেরা অর্থাভাবের কারনে সঠিকভাবে দেখাশোনা করতে পারেন না। থানার বড় বাবু থানায় ফিরে এলেন এবং দুপুরে ঐ দুঃস্থ বৃদ্ধের জন্য একটি ধাতব ক্রাচ স্টিক, শীতের চাদর এবং একঝুড়ি ফল উপহার স্বরূপ তার বাড়ি পাঠিয়ে দিলেন।

বৃদ্ধকে আশ্বস্ত করলেন তাঁর পাশে থাকার বার্তা দিয়ে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ‘ অর্পণ’ প্রকল্পে বৃদ্ধের নাম নথিভুক্ত করলেন থানার মেজবাবু অর্ণব মিস্ত্রি ।পুলিশের রক্ষকের ভূমিকা দেখে আশ্বস্ত হন বৃদ্ধ লক্ষ্মণ ঘোষ।পুলিশকে তাঁর শারীরিক কিছু অসুবিধার কথা বলেন। মেজবাবু অর্ণব মিস্ত্রি তার ফোন নম্বর নিয়ে আসেন এবং নিজের ফোন নম্বর বৃদ্ধ কে দিয়ে আসেন। এবং কথা দিয়ে আসেন দু একদিনের মধ্যে তার সুচিকিৎসার ব্যবস্থা করবেন। পুলিশের হঠাৎ এমন উদ্যোগে হতবাক হয়ে যান বৃদ্ধ লক্ষ্মণ ঘোষ। তার চোখে মুখে ফুটে ওঠে বিস্ময় মাখানো আনন্দের হাঁসি।