অবতক খবর,৯ সেপ্টেম্বর,চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর: আরজিকর এর নির্যাতিতার দোষীদের বিচারের দাবিতে রবিবার রাত দখলে রামজীবনপুরে পায়ে পা মিলিয়ে পথে নামলো হাতে মোমবাতি নিয়ে কয়েশ মহিলা।
একাধিক ছাত্র-ছাত্রীসহ ও মহিলারা রাত দখল করল। প্রসঙ্গত, আর. জি. কর হাসপাতালের মহিলা ডাক্তার কে ধর্ষণ ও খুন এর সাথে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে ক্ষিপ্ত গোটা বাংলা। সেই ঘটনার তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে মোমবাতি মিছিলে শামিল রামজীবনপুর পৌরবাসী।
রাত দখলকারীদের দাবি আগামী দিনে এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে, সেজন্য রাজ্য সরকারকে তার ব্যবস্থা করতে হবে। পাশাপশি এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের খুঁজে বের করে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। দোষীদের এমন শাস্তি দেওয়া হোক, যাতে আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটাতে কেউ সাহস না পায়।