অবতক খবর,৪ ফেব্রুয়ারী,মালদা: সামাজিক মাধ্যমে যোগাযোগ,তারপর বিয়ে।আর বিয়ের ১০ দিন পর যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গ্রামেরই আম বাগানে।মঙ্গলবার দিন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত কোনার গ্রামে ঘটনা।ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলের ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।স্থানীয় সূত্রে জানা গেছে,মৃত যুবকের নাম অজয় মন্ডল(২২) পেশায় দিনমজুর।সামাজিক মাধ্যমে প্রেম হয়,১০ দিন আগে তার বিয়ে হয়েছিল,বিয়ের তিনদিন পর কৃষাণগঞ্জে কাজ করতে যায়।তিন দিন কাজ করার পর আবার বাড়ি ফিরে আসে।বাড়িতে আসার এক দিন পর থেকে নিখোঁজ হয় অজয়।দুই দিন নিখোঁজ থাকার পর গ্রামেরই একটি আমবাগান থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

মৃতের স্ত্রী মাধবী দাস বলেন,বাইরে ছিল কয়েকদিন আগে বাড়ি চলে এসেছিল।তারপর দুদিন থেকে তার সঙ্গে যোগাযোগও কোথা হয়নি। আজকে শুনতে পেলাম সে নাকি ফাঁসি লাগিয়েছে।আমাদের স্বামী-স্ত্রী মধ্যে ও তার সঙ্গে অন্য কারো ঝামেলাও ছিল না।কেন কি কারনে সে এমনি করলে বুঝতে পারছি না।

কোনার গ্রামের বাসিন্দা দেবাশিস মন্ডল বলেন,আমাদের গ্রামে বারাপুকুর একটা বড় পুকুর আছে সেখানে কয়েকজন মাছ মারছিল। তারাই গ্রামবাসীদেরকে খবর দেই একজন আম বাগানে একটি দেহ ঝুলছে।ছেলেটা ১০ দিন আগেই বিয়ে করেছিল।খুব ভালো ছেলে।কারো সঙ্গে কোনো ঝামেলা ছিল না তার।কি কারনে নিজেই আত্মহত্যা করছে নাকি অন্য কিছু বুঝতে পারছি না।

ঘটনার স্থলে পুলিশ আসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল এ পাঠানো হয়।গোটা ঘটনার তদন্ত নেমেছে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ।