আমার রবীন্দ্রনাথ
তমাল সাহা
১) বাইশে শ্রাবণ
বাইশে শ্রাবণ
রবীন্দ্র মর্মর মূর্তির কাছে গিয়ে দেখি
রবীন্দ্রনাথের দুই চোখ বোজা
দুই হাত কানের পাশে তোলা!
রবীন্দ্রনাথ বলে,
দেখবো না ওদের মুখ
শুনবো না কোনো কথা
ওদের হাত নোংরা।
ওই হাতে আমায় দেবে মালা!
২) ডাল ভাত
পেটে দানাপানি নেই
পথে বসে প্রজন্ম–
কাম নেই অনাথ।
আমাদের আছে রবীন্দ্রনাথ!
রবীন্দ্রনাথই আমাদের ডাল ভাত!
৩) পদবি
টাঁড়বারোর কুনো পদবি লাই
রামচন্দ্র দুর্গারও কুনো পদবি লাই
তুর পদবি ঠাকুর কিন বট্যে?
উদের চাইয়েও তু বড়ো!
ইসব তো মু কিছুই বুঝিনা
বুদ্ধি লাই মুর ঘটে!
৪) আবার ফিরাও মোরে
স্বর্গ থেকে আসি ফিরে
আবার ফিরাও মোরে
মূঢ় ম্লান মুখে দিতে পারিনি ভাষা
অপূর্ণ রহিয়া গিয়াছে আশা
তাই আবার ফিরে আসা।
মুহূর্তে তুলিয়া শির সবে
মুখোমুখি দাঁড়াও সম্মুখ সমরে
দেখি কার হিম্মত তোমাকে স্তব্ধ করে!