আমার প্রেমিকা কবি ও সন্দেশখালি
আমার প্রেমিকা যে কবিতা লেখে
তমাল সাহা
এই মেয়ে লিখছো তো খুব ভালো ভালো কবিতা
অক্ষর মিশিয়ে জ্যোৎস্নার জলে
তুমি কি সন্দেশখালির কথা শুনেছ
মায়েদের শোক মিশে যায় কান্নার কোলাহলে?
এই মেয়ে লিখছো তো খুব ভালো ভালো কবিতা
বলছো তোমার বুকে আছে একটা নদী
তুমি কি ভেবেছো বাইক বাহিনী তোমাকে তুলে নিয়ে যায় যদি!
এই মেয়ে লিখছো তো খুব ভালো ভালো কবিতা
পার্টির ঘরে নিয়ে গিয়ে যদি বলে
কাছে এসো, বস্ত্র খোলো,
তোমাকে আদর করবো খুব ডিয়ার ববিতা!
এই মেয়ে লিখছো তো খুব ভালো ভালো কবিতা
মাথার উপরে চাঁদ
এখনো কি বুকে আছে ঢেউ নদীর জল?
সব কবিতা নিমেষে উধাও, চোখে দেখো
জীবন তখন মৃত আত্মা, শুধু হলাহল!
এই মেয়ে লিখছো তো খুব ভালো ভালো কবিতা
এখনো দেখছো কি ফুল চাঁদ নদী পাখি
এই সব কথা শুনে এখন খুব ভয় পেয়ে গেলে নাকি?
তোমার কবিতায় এত ভালবাসার ঢেউ
জলস্ফীত নদী বন্যায় ভেসে গিয়েছো তুমি
উদ্ধার করতে আসবে না কেউ!