আমার দুর্গা
তমাল সাহা
১) অস্ত্রময়ী
অস্ত্রের চেয়ে প্রেম বড়,
একথা সকলেই জানে।
তবু যুগে যুগে অস্ত্রের ব্যবহার,
ঝনঝন শব্দ শুনি কানে।
স্বর্গে অস্ত্র ছিল, এখনও আছে
নাহলে ফি বছর
হাত ভর্তি অস্ত্র নিয়ে
দুর্গা কিভাবে আসে?
ঋক্ষলোকে তাকাই,দেখি অস্ত্র
বিশ্বলোকে তাকাই ,দেখি অস্ত্র
চরাচরে অস্ত্র ঘিরেছে তোমাকে
কোথায় পালাবে তুমি,কোথায় নিরাপত্তা?
দিগন্তব্যাপী আগুন-খুন, রক্তপাত-হত্যা।
অস্ত্রধারিণী তুমি, আয়ুধ হাতে—
দাও কিসের বরাভয়?
শান্তি! শান্তি!চির আর্তনাদ আমাদের—
মানুষ নামের পরাজয়।
২) মহাদুর্গাভোগ
উমা কৈলাস ছেড়ে আসে পুজো পেতে।
মেয়েকে পুজো করবে বাপ,সেও কি হয়!
রাজকীয় গরিমায় সে কী সাজ!
ধুমধাম, সন্ধি পুজো,
মায়ের সামনে কত খাবার!
মা কি খায়?
খায় না বলেই তো
অত থরে থরে সাজানো থাকে খাবার।
মা যদি খেতো
পরের বছর থেকেই
পুজো বন্ধ হয়ে যেত।
অভিযোগ উঠত, মা এত খায়!