অবতক খবর,২৭ ডিসেম্বর: মালদহের চাঁচল ২ ব্লক দপ্তরের পিছনে আমবাগানে আধপোড়া দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল শুক্রবার।খড়ের আটি দিয়ে পোড়ানো হয়।প্রকাশ্যে দেহ পুড়তে দেখেন বাসিন্দারা।
বাইরে থেকে খুন করে এখানে পুড়িয়ে দেওয়া হয়।স্থানীয়দের অনুমান,এই মৃত পোড়া দেহ মহিলার।চাঁচল থানার পুলিস তদন্ত শুরু করেছে।ঘটনাস্থলে পৌঁছে চাঁচল থানার আইসি পুর্ণেন্দু কুণ্ডু।