অবতক খবর,১১ ডিসেম্বর,বামনগোলা: মালদহের বামনগোলা ব্লকের মদনাবতি অঞ্চলের,নালাগোলা বালুরঘাট রাজ্য সড়কে ভোলাবাসনা এলাকায় ব্রিজের কাজ চলাকালীন,ব্রিজের পাশে জিসিবি দিয়ে ব্রিজের কাজের জন্য মাটি কাটা হয়। সেই মাটি কাটার ফলে ব্রিজের পাশে ধ্বস নামে কিন্তু সে অবস্থায় থেকে যাই বহু বছর। এলাকাবাসীর অভিযোগ,নালাগোলা বালুরঘাট রাজ্য সড়কের ভোলাবাসনা এলাকায় ব্রিজ রয়েছে সে সময় ব্রিজের পাশে ধস নেমে যায়।যার ফলে ছোট থেকে বড় গাড়ি চলাচলের সমস্যা শুরু হয়।প্রায় ছয় বছর কেটে গেলেও সেই জায়গায় কাজ সম্পূর্ণ না হওয়ায় ক্ষোভ উগরে দিয়ে সোমবার সকাল থেকে গাড়ি চালক ও আমতলী এলাকাবাসী সহ ব্যবসায়ী সমিতি পথ অবোরধ করে বিক্ষোভ দেখাতে থাকে তাদের অভিযোগ ব্রিজের পাশে মাটি কাটাই ধ্বস নেমে যায়।

প্রায় ছয় বছর পার হয়েছে কিন্তু রাস্তার কাজ সম্পূর্ণ হয়নি। যার জন্য এলাকাবাসী আজ পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নালাগোলা ফাঁড়ির পুলিশ রাস্তা মেরামতের আশ্বাস দিলে পথ অবরোধকারীরা অবরোধ তুলে নেন।