অবতক খবর,১২ সেপ্টেম্বরঃ আমডাঙ্গা থানার অধীনস্থ হামিদপুর এলাকার গ্রামবাসীরা আচমকাই ৭৩ নম্বর নৈহাটি – হাবরা রোড টায়ার জালিয়ে পথ অবরোধ করেন। রাস্তার ওপর । বেঞ্চি,চেয়ার দিয়ে প্ল্যাকার্ড হতে মহিলা পুরুষ সমন্বয়ে পথ অবরোধে সামিল হয়। পথ অবরোধের খবর পেয়ে সত্তর ঘটনাস্থলে ছুটে আসে আমডাঙ্গা থানার পুলিশ। গ্রামবাসীদের মূলত অভিযোগ উক্ত এলাকার পূর্ববর্তী রেশন ডিলার নিখিলেশ ঘোষ ঠিকমতো রেশন সামগ্রিক না দেওয়ার অভিযোগ তুলে নতুন যুক্ত হওয়া রেশন ডিলার ইসমাইল মন্ডল এলাকার গ্রাহকদের ঠিকমত রেশন সামগ্রী দেওয়ার কথা স্বীকার করে নতুন রেশন ডিলারকে রাখার দাবিতে এই পথ অবরোধ চলতে থাকে। পরে অবস্থা ঘটনাস্থলে বিডিও উপস্থিত হয়ে নতুন রেশন ডিলারকে রাখার আশ্বাস দানে গ্রামবাসীরা পথ অবরোধ তুলে নেন।