অবতক খবর ,উত্তর ২৪ পরগনা ::করোনা সতর্কতায় আগামী কাল ২০মার্চ শুক্রবার থেকে ৩১ শে মার্চ মঙ্গল বার পর্যন্ত আমডাঙা করুণাময়ী কালি মন্দির বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। কাল থেকেই বন্ধ হতে চলেছে আমডাঙার অতি প্রাচীন  কালি মন্দির দূরদূরান্ত থেকে ভক্ত সমাগমের ভিড় এড়াতে এবারে জারি করা হয়েছে করোনা সতর্কতায় বিশেষ বিজ্ঞপ্তি, বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে অনিবার্য কারণবশত বর্তমান পরিস্থিতিতে “করোনা ভাইরাস”সংক্রমণ সংক্রান্ত বিষয়ে মাতা করুণাময়ী মন্দিরে বিশেষ সতর্কতা জনিত কারণে ২০ মার্চ থেকে ৩১ শে মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।

 

 

মাতার ভক্তপূজা সাময়িকভাবে বন্ধ থাকার কারণের কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। এমনটাই বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে,মন্দিরের মূল প্রবেশদ্বারে লাগানো হয়েছে এই ধরণের বিজ্ঞপ্তি,অতি প্রাচীন আমডাঙ্গা কালি মন্দিরে ৩৬৫ দিনই ভক্ত সমাগমের পূজারীদের ভিড় থাকে। দূর দুরন্ত থেকে আসে ভক্তপূজারী ,তা এড়াতেই মন্দির কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।