সন্দেশখালিতে ফাল্গুনী পূর্ণিমার আগেই বসন্ত উৎসব

আবিরাক্ত মুখগুলি
তমাল সাহা

আকাশে কবে উঠবে ফাল্গুনী পূর্ণিমার চাঁদ! অপেক্ষায় নেই সন্দেশখালির মেয়েরা, উপেক্ষা করেছে শাসকীয় মস্তানের মারণ ফাঁদ।
চার বছর বাদ বাদ লিপ ইয়ার।
এবছর স্মরণীয় হয়ে থাকবে ২৯ ফেব্রুয়ারি
রূপসী বাংলা অথবা বাংলার ত্রস্ত নীলিমার সন্দেশখালির বেদখল হয়ে যাওয়া জমিতে গড়ে ওঠা মাছের ভেরি ও ছিটে বেড়া দেওয়া সমস্ত ঘরবাড়ি।
কঠিন লড়াইয়ের পর গ্রেপ্তার হয়েছে শাসকের সমর্থনপুষ্ট অত্যাচারী।

আনন্দে আজ বৃহস্পতিবার সন্দেশখালি পঞ্চায়েত এলাকায় লক্ষ্মীমন্ত মায়েরা আনন্দে মাতোয়ারা‌।
মায়েরা জাগলে ঘাতক শাসক সকলেই দিশেহারা।
মায়েরা মেয়েরা খেললো আবির খেলা, আনন্দে মাখলো আবির পরস্পরের গালে কপালে
রাতের চাঁদও লজ্জায় পড়ে গেল শেষকালে।

উপর থেকে সে দেখলো মাটির চরাচরে চন্দ্রিমাদের হাসিতে উজ্জ্বল মিষ্টিমুখ।
চাঁদ বলে, নাইবা হলো পূর্ণিমা আজ, তাতে কী আসে যায়
তোদের সুখেই তো আমার সুখ!