অবতক খবর,১৮ ডিসেম্বর: আবাস যোজনায় টাকা খেয়ে প্রকৃত প্রাপকদের বদলে অযোগ্যদের তালিকা নাম তুলে দেয়ার অভিযোগ উঠল দুই সরকারি কর্মচারীর বিরুদ্ধে | তারা বিডিও অফিসে কর্মরত তাদের নাম সঞ্জয় বোস ও বিশ্বজিৎ মিত্র | এদের বিরুদ্ধে বনগাঁ ব্লক প্রশাসনের পক্ষ থেকে গোপালনগর থানায় অভিযোগ করা হয়েছে |

প্রাক্তন বিধায়ক তথা তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন পঞ্চায়েত অভিযোগ করেছিল কোথাও পদবি পরিবর্তন করে একাধিক দুর্নীতি করা হয়েছে | জেলা শাসক কে জানিয়েছিলাম বিষয়টি | দুজন কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে | আমরা চাই আরো স্বচ্ছ হবে হোক অবসর কাজ| যারাই এই চক্রের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেককে গ্রেফতার করে ব্যবস্থা কথা বলেছি |

এ বিষয় নিয়ে বিরোধীরা সড়ব হয়েছে |বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মন্ডল বলেন এই দুজন শুধু জড়িত না এর মধ্যে তৃণমূলের লোকজন রয়েছে একাধিক এলাকায় একাধিক বিডিও ও কর্মীরা যুক্ত রয়েছে |

বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া বলেন আমরা বারবার দুর্নীতির অভিযোগ তুলছি | এই অভিযোগ থেকে সেগুলি যে সত্য সেটাই প্রমাণিত হলো | তৃণমূল যেখানে সেখানে দুর্নীতি। তৃণমূলকে সঙ্গে নিয়েই দুর্নীতিগুলো করা হয়েছে |