অবতক খবর,৯ জানুয়ারি: আবাসের টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূলের অঞ্চল কনভেনার শাহনাওয়াজ আলম। গতকাল ইসলামপুর থানার পুলিশ ওই তৃণমূল নেতা শাহনাওয়াজ আলমকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ওই তৃণমূল নেতাকে ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে।
অন্যদিকে মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের একটি অডিও ভাইরাল হয়েছে। এবং সেই অডিওতে শোনা যাচ্ছে শাহনাওয়াজ আলম আবাস নিয়ে মুখ্যমন্ত্রী কে নিয়ে একাধিক কুরুচিকর মন্তব্য করতে শোনা যাচ্ছে। এ নিয়ে অঞ্চল কমিটির পক্ষ থেকে শাহনওয়াজ আলমকে দলের সমস্ত পথ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন মাটিকুন্ডা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি শফিক আলম।