অবতক খবর,৩ নভেম্বর: আবার শহর কলকাতায় তিনতলা আবাসনে আগুন। ৩২ ডি নেপাল ভট্টাচার্য ফাস্ট লেন কলকাতা ২৬ একটি তিন তলা আবাসনে আগুন লাগে, ঘটনাস্থলে দুটি ইঞ্জিন দমকল বিভাগের এক ঘন্টা কঠোর পরিশ্রমে বিভাগের আগুন নিয়ন্ত্রণে আসে দমকল বিভাগ সূত্রের খবর প্রাথমিক অনুমান শর্ট সার্কিট দিয়ে আগুনটি লাগে দমকল বিভাগ খতিয়ে দেখছে পুরো বিষয়টা তদন্ত করছে আগুনের কারণটা আশেপাশে বহুতল বাড়ি স্থানীয়দের মধ্যে একটি চাঞ্চল্য ছড়ায় এই মুহূর্তে বড় কোন ক্ষতি খবর নেই দমকলের দুটি ইঞ্জিনের এক ঘন্টার কঠোর পরিশ্রমে আগুনকে নিয়ন্ত্রণে আনা হয় আপাতত জানা গিয়েছে আবাসনের মালিক এবং তার পরিজনেরা সেভ আছেন।
ঘটনাস্থলে যান মালা রায়।