অবতক খবর,১৮ ডিসেম্বর:মালদা:- অনেক অস্ত্রশস্ত্র নিয়ে তৃণমূল নেতার বাড়ি চড়াও হয়ে ভাঙচুর,করা হয় সোনার অলংকার ও টাকাপয়সা লুটপাটের অভিযোগ আইএসএফ প্রধানের ও তার দলবলের বিরুদ্ধে।
তার মধ্যে ১১ জনের নামে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন তৃণমূল নেতা তথা কলেজ শিক্ষক আমিনুজ্জামানের স্ত্রী। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার নওয়াদা যদুপুর অঞ্চলের নয়াগ্রামে।
তৃণমূল নেতা আমিনুজ্জামানের পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাতে হটাৎ করে প্রায় ৫০ জনের মতো লোকজন আমাদের বাড়ি অস্ত্র-শস্ত্র নিয়ে চড়াও হয়। তাদের মধ্যে পিস্তুল ও নিয়ে ছিল। তার পর তারা বিভিন্ন ঘরে ঢুকে ভাঙচুর করে এবং বাড়িতে রাখা সোনার অলংকার ও টাকা পয়সা দিয়ে যায়। এমনকি বাড়িতে ছোট শিশুদেরকেও মারধরের অভিযোগ করা হয়।
তবে কি কারনে মারধর বাড়িতে ঢুকে হামলা এখনো পর্যন্ত তারা বুঝতে পারছেন না তৃণমূল করাই কি অপরাধ সেই নিয়ে উঠছে প্রশ্ন। জদিও এই ঘটনায় কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।