অবতক খবর,১৬ ফেব্রুয়ারি,মালদা:- আবারো পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল মালদা জেলার গাজোল থানার চাক নগর গ্রাম পঞ্চায়েতের হবি নগর এলাকার এক পরিযায়ী শ্রমিকের। জানা যায় ওই মৃত পরিযায়ী শ্রমিকের নাম পরিতোষ মন্ডল বয়স (৩৫ ) আজ শুক্রবার মরাদেহ নিয়ে এম্বুলেন্স গ্রামে ফিরতেই পরিবার পরিজন ও আত্মীয়-স্বজনদের মধ্যে কান্নার রোল নেমে আসে । ছুটে আসেন এলাকাবাসী তারা সরকারি সহযোগিতার দাবি জানান । জানাযায় ওই পরিবারের রয়েছেন তার স্ত্রী পূর্ণিমা মন্ডল (২৭ ) , ও আট বছরের এক ছেলে। সে ভিন্ন রাজ্যে কাজ করে সংসার চালাতেন।
পরিবার সুত্রে জানা গিয়েছে পরিবারে আর্থিক স্বচ্ছলতা আনতে পরিতোষ পরিযায়ী শ্রমিক হিসেবে কয়েক মাস আগে গিয়েছিলেন সুদূর কর্নাটকে । ছয় তলা বিল্ডিং এ কাজ করতে গিয়ে পড়ে যায় এবং ঘটনা স্থলে তার মৃত্যু হয় বলে তার পরিবার সূত্রে জানা যায়।ঘটনাটি ঘটে মঙ্গলবার ।
আজ এম্বুলেন্সে শুক্রবার দুপুর নাগাদ তার মরাদেহ নিজ গ্রামে পৌঁছায় ।