অবতক খবর,৪ ডিসেম্বর,ভাঙড়:- আবারো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড় । আরাবুল ইসলাম অনুগামীদের মারধর করার অভিযোগ উঠল শওকত মোল্লা অনুগামীদের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড় হাতিশালা থানার কাঁটাতলা উত্তরপাড়া এলাকায়।

অভিযোগ , গত সোমবার আরাবুল ইসলাম দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ভাঙ্গড় ২ নম্বর ব্লক অফিসে যায়। আর সেই দিন আরাবুল ইসলামের সাথে তার অনুগামীরা যায় ব্লক অফিসে। আরাবুল ইসলামের সাথে যাওয়ার অপরাধ। তার অনুগামীদের বাড়ি ভাঙচুর এবং তার অনুগামীদের মারধর করার অভিযোগ উঠল শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরীর অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা তৈরি হয়।

এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে গতকাল রাত্রে হাতিশালা থানায় লিখিত অভিযোগ দায়ের করে আরাবুল ইসলাম অনুগামীরা।
ঘটনার তদন্তে হাতিশালা থানার পুলিশ।