অবতক খবর,২২ জুন: মেলার মধ্যে ছেলে ধরা সন্দেহে বেধড়ক মার এক যুবককে। পাতুলিয়া পঞ্চায়েতের বাসিন্দা নাজির হোসেন বয়স ৩২ বছর। ঈদ উপলক্ষে মেলায় এসেছিলো মোহনপুর পঞ্চায়েতের কাঠালিয়ায় ।
মেলায় ঘোরাঘুরি করার সময় সেখানে কয়েকজন যুবক তাকে ঘিরে ধরে এবং বলে তুই এলাকার বাচ্চা চুরি করতে এসেছিস। এরপরই শুরু হয় গণপ্রহার গুরুতর জখম অবস্থায় প্রথমে বারাকপুর বি এন বসু হসপিটাল ও পরে কলকাতা আর জি করের স্থানান্তরিত করা হয়েছে অবস্থা গুরুতর।
এই খবর ছড়িয়ে পড়তেই নাজিরের এলাকার লোকজন খবর পেয়ে মোহনপুর থানায় এসে বিক্ষোভ দেখায় এবং অভিযোগ দায়ের করে। এবং দোষীর শাস্তি দাবি করে।এলাকার লোকের দাবি ভালো একটা ছেলেকে এভাবে ছেলে ধরা অপবাদ দিয়ে মারধর করা হলো এটা মেনে নেওয়া যায় না। এলাকার উত্তেজনা থাকার পুলিশ পিকেট বসানো হয়েছে।