অবতক খবর,১৫ ডিসেম্বর: পূর্ব চুক্তি অনুযায়ী এবার বাংলাদেশে পাঠানো হলো খাদ্যপণ্য দ্রব্য। আজ নতুন করে আবার মালগাড়ি ট্রেনে ভারত বাংলাদেশ সীমান্ত গেদে স্টেশন হয়ে বাংলাদেশের উদ্দেশ্যে পন্য বোঝায় মালগাড়ি ট্রেন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিল।
সূত্রের খবর, যখন বাংলাদেশের ক্ষমতায় ছিলেন সেদেশের শেখ হাসিনার সরকার তখন ভারত সরকারের সঙ্গে সেই চুক্তি অনুযায়ী আবারো কথা রাখল ভারত। আবারো ভারত থেকে আজ পোন্য বোঝায় মালগাড়ি ট্রেন রওনা দিল বাংলাদেশের উদ্দেশ্যে।