অবতক খবর,২৫ সেপ্টেম্বরঃ আবারও রেশন বন্টনকে কেন্দ্র করে গন্ডগোল, আর গন্ডগোলের শিরোনামে সেই ঝিকড়া গ্রাম। এদিন গন্ডগোল হয় নষ্ট আটাকে কেন্দ্র করে। প্রসঙ্গত গত কয়েকদিন আগে ঐ গ্রামের রেশন ডিলার সামিউল ইসলামকে সাসপেন্ড করে জেলা রেশন দপ্তর ঐ গ্রামে আপাতত রেশন বন্টনের দায়িত্ব পান প্রতিবেশী রেশন ডিলার আনারুল ইসলামকে , সেই মতো আছ সকালে দুয়ারে রেশন ক্যাম্প খোলা হয় রেশন বন্টনের ঘন্টাখানেক পর গন্ডগোল শুরু হয়ে নষ্ট আটাকে কেন্দ্র করে রেশন ডিলার কে ঘীরে বিক্ষোভ দেখান শুরু হয়ে যায়। গ্রাহকদের অভিযোগ রেশন ডিলার নষ্ট আটা বন্টন করছেন । ঘটনাস্থলে পৌছায় ভরতপুর থানার পুলিশ , বিক্ষোভকারীদের একাংশের সহযোগিতায় বিক্ষোভ উঠিয়ে নেওয়া হয় । রেশন ডিলার জানান এখানে যে আটা দেওয় হয়েছে সেটা সরকারি তরফে প্রদান করা হয়েছে এখানে আমার কিছু করার নেই। এবিষয়ে ভরতপুর ব্লকের রেশন অফিসার জানান গোটা বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।