অবতক খবর,২৬ সেপ্টেম্বর,জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমান: আবার নিম্নচাপের ফলে দুর্যোগের মেঘ বাংলার আকাশ জুড়ে। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ কালো মেঘে ঢাকা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে সক্রিয় ঘূর্ণবাত্তের ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা, পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর পুরুলিয়া বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতেও ভারিসহ অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে।
পাশাপাশি উত্তরবঙ্গে আজকে ভারী বৃষ্টির থেকে অতি ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং কোচবিহার এবং উত্তর দিনাজপুর মালদা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারের পরও শুক্রবারে ভারী বৃষ্টির সম্ভাবনার রয়েছে উত্তরবঙ্গেও। সারা রাজ্যের সঙ্গেও বৃহস্পতিবার সকাল থেকে মন্তেশ্বরের আকাশ কালো মেঘে ঢাকা তার ফলে অবিরাম বৃষ্টি হওয়ায় সাধারণ মানুষ নাজেহাল।