অবতক খবর,৭ ডিসেম্বর: ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত হয়েছিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। চলচ্চিত্র উৎসবে চলছে তাঁর অভিনীত ছবি ভালো থেকো, যার পরিচালক গৌতম হালদার। এদিন সাংবাদিক বৈঠক করে বিদ্যা বলেন – আমি কখনো ভুলতে পারবনা যখন গৌতম দা আমাকে ফোন করেছিল।
আমাকে বাংলা বলতে গৌতমদা অনেক সাহায্য করেছে। আমি বাঙালি সংস্কৃতি, ভাষা, সিনেমা ভালোবাসি। বলতে গেলে আমি প্রবাসী বাঙালি। ভুলভুলাইয়া ছবি আমাকে অনেক কিছু দিয়েছে। ভুলভুলাইয়া থ্রিতে আমার কাছে অফার আসার পর আমি রাজি হয়ে যাই। যখন আমার কাছে মাধুরী দীক্ষিতের সাথে নাচের অফারটি আসে তখন আমি অবাক হয়ে যাই। দু’সপ্তাহ আগে আমি প্র্যাকটিস শুরু করি এই গানের নাচের। আমি কমেডি সিনেমা করতে খুব পছন্দ করি। আমি যখনই কলকাতা আসি আমি কালীঘাট মন্দিরে যাই।