অবতক খবর,২৬ ডিসেম্বর,অর্পন দাস,নদীয়া: ২৫শে ডিসেম্বরের রাতে বড়জাগুলি সিমহাট, রয়েল এনফিল্ড শোরুমের উল্টো দিকে ক্রিসমাস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হল শ্রীরাম এন্টারপ্রাইজের একটি নতুন শোরুমের। এই শোরুমে পাওয়া যাবে নিত্য নতুন নামি দামি কোম্পানির ও আধুনিক প্রযুক্তির মোবাইল ফোন, এলইডি টিভি, ফ্রিজ, এসি, কুলার, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন, মিক্সারমেশিন ইত্যাদি একাধিক সামগ্রী পাওয়া যাবে একদম সঠিক দামে।
পাশাপাশি যে কোন জিনিসের ওপরেই থাকছে আকর্ষণীয় অফার এবং উপহার। এছাড়াও বিভিন্ন কোম্পানি দ্বারা EMI ব্যবস্থা আছে এই শোরুমে।আজ সিরাম এন্টারপ্রাইজ এর শুভ উদ্বোধন,কি জানাচ্ছেন গ্রাহকেরা এবং শ্রীরাম এন্টারপ্রাইজ এর কর্ণধার বিশ্বজিৎ মজুমদার আসুন শুনে নেওয়া যাক।