অবতক খবর,৩১ মার্চ,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: আনন্দ উৎসাহের সঙ্গে খুশির ঈদ উৎসব পালন ।
মুসলিম সম্প্রদায়ের বড় দুটি ধর্মীয় উৎসবের মধ্যে ঈদুল ফিতর একটি গুরুত্বপূর্ণ বড় ধর্মীয় উৎসব।
ঈদুল ফিতর হল মুসলমান সম্প্রদায়ের অন্য একটি বিশেষ আনন্দ ও উৎসবের দিন। যা পবিত্র রমজান মাসের রোজা শেষ হওয়ার পর উদযাপন করা হয়। এই দিনটি হলো রোজা ভাঙ্গার উৎসব বা মিষ্টি ঈদ নামে পরিচিত।
তাই
মুসলিম সম্প্রদায়ের মানুষজন বিভিন্ন উৎসবের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে পালন করেন তারা।
এছাড়াও এই পবিত্র দিনে মুসলিম সম্প্রদায়ের মানুষজন দের নামাজ পাঠেরও প্রচলন রয়েছে সেই সঙ্গে
সারাদেশের সঙ্গে মন্তেশ্বর ব্লকে বিভিন্ন মসজিদের সহিত মন্তেশ্বর ব্লকের দেনুর অঞ্চলের ধেনুয়া গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষজন ধেনুয়া জামে মসজিদে ইমামের মাধ্যমে নামাজ পড়ার মধ্য দিয়ে সৌহার্দ্য, সম্প্রীতি বজাযের মাধ্যমে আনন্দ উৎসাহের সঙ্গে এই খুশির ঈদ উৎসব পালন করছে। মসজিদের নামাজ পড়ার পর ধেনুয়া গ্রামের পঞ্চায়েত সদস্য গিয়াসউদ্দিন শেখ সম্প্রীতির বার্তা দিয়ে এলাকার মানুষজনদের শুভেচ্ছা জানিয়ে তাদের মঙ্গল কামনা করে।

তিনি আরো জানান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম যার যার উৎসব সবার । তাই এই ঈদ উপলক্ষে আমাদের বাড়িতে এই এলাকার অনেক হিন্দু ভাইদের যেমন নিমন্ত্রিত আছে তেমনি আমরাও হিন্দু ভাইদের বাড়িতে দুর্গাপুজো দোল উৎসবের আমন্ত্রিত থাকি । এটি আমাদের প্রচলিত রীতি বলে জানান তিনি । মন্তেশ্বর এলাকার মুসলিম সম্প্রদায়ের ছোট ছোট বাচ্চা থেকে বয়স্করাও এই খুশির ঈদ উৎসব আনন্দ ও উৎসাহের সঙ্গে কাটাচ্ছে বলে জানান তারা।