অবতক খবর,২ সেপ্টেম্বরঃ আজ ২রা সেপ্টেম্বর দুপুর ১১ঃ৫০ মিনিটে অন্ধপ্রদেশ শ্রী হরি কোটা থেকে যে সূর্যের দিকে রওনা দেবে আদিত্য এলওয়ান তারই অপেক্ষায় গোটা দেশ।

পিছিয়ে নেই বসিরহাটের মহাকুমার

বাদুড়িয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামের জয়ন্ত পাল। ২০১৮ সালে ইসরোয় বিজ্ঞানী হিসাবে নিযুক্ত হয়েছিলেন। তারপর ২০১৯ সালে চন্দ্রযান দুই এর কারিগর হিসেবে নিযুক্ত হলেও ব্যর্থতার পরেও অদম্য ইচ্ছা শক্তিতে সফলতা আসে ২০২৩ সালে। চন্দ্রযান থ্রিকে চাঁদে সফল অবতরণ করাতে বিজ্ঞানীদের মধ্যে মূল কারিগর ছিলেন জয়ন্ত পাল। এবার সূর্যযানের পালা। বাবা অর্ধেন্দু পাল, ছোট ব্যবসায়ী। আর্থিক প্রতিকূলতার মধ্য দিয়ে ছেলের স্বপ্ন পূরণ করেছেন। মা আলপনা পাল ছোট থেকেই ছেলেকে শিক্ষার আলোয় আলোকিত করতে বদ্ধপরিকর ছিলেন। চন্দ্রযান সফল অবতরণের পর এবার সূর্যযানের পালা, স্বভাবতই গর্বিত পাল পরিবার। জন প্রতিনিধি থেকে স্থানীয় গ্রামবাসীরা ফুল ও মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানাতে পাল বাড়িতে ভিড় জমাচ্ছেন। আদিত্য এল ১ সূর্যের দিকে রওনা দেওয়ার পর দূর্গা পুজোতে বাড়ি ফিরবে ঘরের ছেলে জয়ন্ত। আজ আদিত্য এল ওয়ান আজ সূর্যের দিকে রওনা দেবে। সেই সূর্য যানেরও সাফল্য কামনা করছে গর্বিত জয়ন্ত পালের বাবা-মা। চন্দ্রযান থ্রির মতো আদিত্য এল ১ এও নিযুক্ত রয়েছে তাদের সন্তান। তারা জানান, এই নতুন মিশন যাতে সাফল্য পাওয়া যায় তার জন্য তাদের ছেলে দিনরাত এক করে কাজ করছে।