অবতক খবর,২৩ জানুয়ারি: মহামান্য আদালতের নির্দেশে কাঁচড়াপাড়ায় বাগমোরে বিলাসবহুল হোটেল ড্রিমল্যান্ডের বেআইনি অংশ ভেঙে ফেলা হলো। বৃহস্পতিবার সকাল থেকেই হালিশহর পৌরসভার আধিকারদের উপস্থিতিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে ভাঙার কাজ শুরু করে।
যদিও হোটেল কর্তৃপক্ষের অভিযোগ তারা রিভাইসড বিল্ডিং প্ল্যানের টাকা অনুমোদনের জন্য জমা দিয়েও বিল্ডিং প্ল্যান তাদেরকে দেওয়া হয়নি।