অবতক খবর :: নদীয়া ::   নদীয়া জেলার শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের কাছে ২২ বছর বয়সে তুফান সরকার আজ ভোর পাঁচটা নাগাদ গলায় গামছা বেঁধে ঘরের আড়ার বাঁশের সাথে ঝুলে আত্মহত্যা করে।

তার বাবা কার্তিক সরকার শান্তিপুর থানায় অভিযোগ করেন ” ওই অঞ্চলেরই শঙ্কু সাহা, দীর্ঘদিন নানা সমাজবিরোধী কাজের সঙ্গে যুক্ত ছিলেন, তার ছেলেকে কারনে অকারনে মাঝেমাঝেই ডেকে নিয়ে যেতো এখানে ওখানে! তার পিতা-মাতাকে জানিয়েও কোনো লাভ হয়নি। গতকাল সকাল ১১ টা নাগাদ ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ছেলে ফেরে ভোর পাঁচটা নাগাদ, তারপরে অঘটন ঘটায়।”

তুফান সরকারের মা জানান “এই লকডাউনের মধ্যে শঙ্কু এবং আরো ৩৪ জন বন্ধুর অসৎ সঙ্গে ছেলেকে প্রায়ই উদাসীনতা গ্রাস করেছিল। গতকাল মোবাইল, মোটরসাইকেল, মানিব্যাগ সমস্ত কিছু কেরে নিঃস্ব করে বাড়ি পাঠায়। হেরোইন জাতীয় কোন নেশা দ্রব্য আমার ছেলেকে অভ্যাস করিয়ে ফেলেছিল এই কদিনের মধ্যেই। মানিব্যাগ মোটরসাইকেল মোবাইল ছাড়া বাড়ি ফিরে বাবা-মাকে জবাব দেবে কি? তাই হয়তো অনুশোচনায় আত্মহত্যা করেছে।”

বিশেষ সূত্র থেকে জানা যায় শঙ্কু সাহা ওই অঞ্চলে দীর্ঘদিন যাবৎ নানা অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত এবং মূল্যবান নেশা দ্রব্য বিক্রয়ের কথাও উঠে এসেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। প্রশাসনিক সূত্রে জানা যায় রিপোর্ট হাতে পেলে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হবে বিষয়টি।