অবতক খবর,৩১ জানুয়ারি: রাজ্যজুড়ে গত ২৭ জানুয়ারি থেকে ট্রাফিক নিরাপত্তা সপ্তাহ পালিত হচ্ছে। আর এই উপলক্ষে আজ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আতপুর সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে আয়োজিত হয় স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং রক্তদান শিবির।
এই অনুষ্ঠানের উদ্বোধন করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার শ্রী অলোক রাজোরিয়া।তিনি ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে টোটো চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষনা করেছেন। যদি টোটো চলাচল করে সেই গাড়ি বাজেয়াপ্ত করা হবে এবং চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। এছাড়াও ব্যস্ততম ঘোষপাড়া রোডের পার্কিং সমস্যা নিয়েও তিনি পুলিশকে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেন।