শিশু- অপুষ্টিতে ঘিরেছে আমার দেশ। লিঙ্গে হাজার হাজার লিটার দুধ ঢেলে পুজো করো বেশ! আর কতদিন চলবে এই অভ্যেস?

আজ শিবরাত্রি
তমাল সাহা

দিন যায় দিন আসে—
প্রতিদিন আমাদের কালরাত্রি
তুমি বলো আজ শিবরাত্রি!

তুমি বলো
সত‍্যম শিবম সুন্দরম!
আমি এই শীতের প্রান্তিক রাতে দেখি
শিবের উদ্দাম নৃত্যের তান্ডব
ব‍্যোম ব‍্যোম বন্দে মাতালম্!

তুমি সারাদিন উপবাস নির্জলা
এতো রীতিমতো রাজনৈতিক অনশন!
গান্ধিজিও ঘাবড়ে যেতো
এরা তো আমার চেয়েও এগিয়ে আছে
কি দেখাবো নিদর্শন?

আমি খাই ছাগলের দুধ
ওরা লিঙ্গে ঢেলে দেয় দুধ!
জানি না এদেশ উঠবে জেগে কবে
বড় অদ্ভুত!

মায়ের বুকেও দুধ নেই,
জানতাম দুধই সুষম খাদ্য।
সব দুধ আজ শিবলিঙ্গের বরাদ্দ!
হায়!
হাজার হাজার লিটার দুধ নর্দমায় গড়ায়!
যদি শিশুরা পেত
চুমুকের দাগ লেগে থাকতো মুখে
আহা, কী আনন্দ! কী আনন্দ!
উচ্চারিত হতো সুখে।

হর হর ব‍্যোম ব‍্যোম,মেরা ইন্ডিয়া!
তাকত দেখো, মাইকা দুধ পিয়া
তিনশো পঁচাশ দুশমন কো জান লে লিয়া!

সামনেই নির্বাচন জয় কার?
ধর্ম-যুদ্ধ,রাম-মন্দির, শিব-লিঙ্গ, তীর-ত্রিশূল সব একাকার!

লিঙ্গ দিয়ে তুমি করবেটা কী?
ভাঙা তোমার শিরদাঁড়া।
সামনে দাঁড়িয়ে লাভ কী তোমার
তুমি তো একটা জীবন্ত মড়া!

অঙ্গ বঙ্গ কলিঙ্গ জুড়ে
লিঙ্গ পুজো করো, ভালোবাসো আপত্তি নেই
দুনিয়া জুড়েই তো পুংলিঙ্গ- স্ত্রীলিঙ্গ।
স্ফুলিঙ্গ থেকেই তো দাবানল
যদি না জানো
তবে তো তুমি ক্লীবলিঙ্গ!