আজ রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠানবিরোধী কবি-সাহিত্যিক নবারুণ ভট্টাচার্যের জন্মদিন যিনি ফ্যাতাড়ু হারবার্ট চরিত্রের স্রষ্টা

তাঁকে শ্রদ্ধা জানিয়ে অবতক-এর বিশেষ প্রতিবেদন

বেজন্মা

তমাল সাহা

নবারুণ থাকলে কি বলতো এখন শুনে নে।

এসব কথা বলতো নাকি ফিসফিস কানেকানে?

সে তো বলতো নিজেদের বাপের ঠিক নেই

দেশ চালাচ্ছো যত্তসব বেজন্মা!

রাষ্ট্রপতি নির্বাচন মারাচ্ছো দেশ বেচে দিচ্ছো

হারামি কুত্তার বাচ্চারা ভাবছো নিজেদের

খুব করিৎকর্মা!

কতদিন ধরে উড়াচ্ছো জাতীয় পতাকা!

মনে পড়ছে কি বোমা হাতে ক্ষুদিরাম

অস্ত্রহাতে সূর্যসেন, পাশে কল্পনা প্রীতিলতার ছবি?

আর তোমরা জেড ক্যাটেগরির নিরাপত্তা নিয়ে

ভাষণে উড়িয়ে দিচ্ছ বড় বড় কথা!

দক্ষিণ সমুদ্র পারে যত আঁতাকেলানের দল লাটাই হাতে উড়াচ্ছো পেটকাটি চাঁদিয়াল

সব শালা জালিয়াত দালাল।

নিজেরা নিজেদের ভাবছো খুবই

এই দেশের পয়গম্বর নবী!

কি করছিস তোরা, জাগবি কবে?

জানিস না দেশে দেশে মুক্তি এসেছে কিভাবে!

লালফৌজ তৈরি কর

বেড়াতে গিয়েছিস তো পুরী দীঘা

শুনিসনি সমুদ্র গর্জায় কিভাবে

ঢেউ আছড়ে পিছড়ে বালুতট ভাঙে

রণ-সংগীত গেয়ে চলে রুদ্রনৃত্যে তাণ্ডবে ভৈরবে!