ঋদ্ধিমা দে,অবতক খবর, ২০ জানুয়ারিঃ“আমি চে গেভরার মেয়ে। আমি চে’র আদর্শে বড় হয়েছি।চে’র আদর্শ নিয়েই আমি বাঁচি।চে শুধু টি সার্টে থাকা একটা ছবি নয়, হৃদয়ে লালন করার একটি নাম চে।তোমাদের এই নতুন প্রজন্মের এই অনুষ্ঠান এই উদ্দীপনা আমার খুবই ভালো লাগছে। তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো, লড়াইয়ের পথে থাকো। লাড়াইয়ের পথে থাকতেই হবে। তোমরা সবাই তোমাদের পেশায় সফল হও। নিজেদের ক্ষেত্রে যতই বড় হও না কেন, মানুষকে কখনো ছেড়ো না। মানুষের পাশে থাকো। তোমরা এগিয়ে চলো ভালো থেকো।”
ABTAK EXCLUSIVE