অবতক খবর,১৭ জানুয়ারি: মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়ে আজ ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা বিভাগের তলবে হাজির হচ্ছেন ব্যারাকপুররের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন ৩৬৫ দিনেই মমতা বন্দ্যোপাধ্যায় কেস দিক তাতেও কোন আসে যায় না!! তবে ২১ তারিখ এর পর এই ঘটনার পর NIA তদন্ত জন্য আবেদন জানাবো।
তবে পুলিশের উপর ভরসা নেই! তাই শুভেন্দু অধিকারীর প্রান নাশের ঝুকি থাকায় আমি একথা বলেছিলাম।
অর্জুন সিং জানান, যে মামলায় আজ যাচ্ছি সেই মামলায় কোন মেরিট নেই।পুরসভার জায়গা নেই, তবুও পুরসভা মামলা করছে।