অবতক খবর,২৯ জানুয়ারি: আজ ব্যারাকপুরে সিপি অফিস ঘেরাও কর্মসূচি কে কেন্দ্র করে উত্তেজনা,রণক্ষেত্র।বিজেপিত ডাকে এই কর্মসূচি নেওয়া হয়। বিজেপির নেতৃত্ব দেন রাজ্য সুকান্ত মজুমদার।সকাল থেকে পুলিশি নিরাপত্তা মুরে ফেলা হয় চিরিয়া মোড় থেকে সিপি অফিস পর্যন্ত। ব্যারিকেট রয়েছে, রয়েছে জলকামান । রাস্তা একদিক বন্ধ করে দেওয়া হয়েছে, ব্যারিকেড পরপর পাঁচিলের মতন বাঁশ দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে পুলিশ প্রশাসন।
এরপর সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির আইন অমান্য আন্দোলন সামনে এগোতে গেলেই পুলিশের বাধার মুখে পরে।শুরু হয় পুলিশের সাথে ধস্তাধস্তি। পাথর ইট বৃষ্টি শুরু হয় পুলিশকে লক্ষ করে,এরপর শুরু হয় পুলিশেত লাঠিচার্জ শুরু হয়।।পরিস্থিতি সামাল দিতে কাদানে গ্যাস এমনকি জল কামানের ব্যবহার হয়।এলাকা ব্যপক উত্তেজনা ছড়ায়, মুহুর্তে রণক্ষেত্রের আকার।সুকান্ত মজুদারের নেতৃত্বে ব্যারাকপুরে কমিশনারেট ঘেরাও কর্মসূচি ঘিরেই এই পরিস্থিতি হয়।বিজেপি তরফ থেকে দাবি করা হয়, পুলিশ বিজেপি মহিলা মোর্চা কর্মীদের উপর লাঠিচার্জ করে,অনেকেই আহত হয়।এই মুহুর্তে যথেষ্ট উত্তেজনা রয়েছে ব্যারাকপুর চিড়িয়ামোড় এলাকায়।সুকান্ত মজুমদারের দাবি পুলিশ লাঠিচার্জ করে, পুলিশ ইট মেরেছে। আশীষ মোর্যের নামে ব্যাক্তিগত অভিযোগ করব।তার সাথে আমাদের প্রতিনিধি কথা বলতে গিয়েছিলেন। এই সময় জল কামান চালিয়ে দেয়।পুলিশি প্ররোচনায় এই ঘটনা ঘটেছিল বলে দাবি করেন।