আজ বিজ্ঞান-আচার্য সত্যেন্দ্রনাথ বসুর জন্মদিন

সত্যেনের বিজ্ঞান সুর হয়ে বেজেছিল

মনস্ যুক্ত ঈষা– মনীষা, এটুকু শুধু জেনেছিলাম ছোটবেলায় বাংলা ব্যাকরণে আর করেছি মুখস্থ।
এখন এর গুরুত্ব বুঝি যখন বেলা যায় দূর অস্ত!
কতদূর গেলে জ্ঞান বাড়তে বাড়তে বিজ্ঞান হয়ে যায়
তা আমাদের মতো লোকে বোঝে নাকি সে এক রহস্যময় অধ্যায়!

বিজ্ঞান একক একটি নির্দিষ্ট বিষয়,
এতোদিন এটাই তো জানি।
তুমি খুলে দিয়েছো চোখ, বলেছো সর্ববিষয়ে দৃষ্টি যার তিনিই বিজ্ঞানী।
মানুষ প্রকৃতি পরিবেশ নিয়েই আসল বিজ্ঞান
না হলে এগোবে কি করে, বিজ্ঞান মানে বিশেষ অভিজ্ঞান।

আইনস্টাইন সত্যেন্দ্রনাথ বোস এক হয়ে গেলে সে তো বোসন কণা!
অনেকে অনেক কিছু বলেছিল, আইনস্টাইন চিনেছিল
এই বাঙালি এক নিখাদ সোনা।
তোমার আলোড়িত সন্দর্ভ তারাই বোঝে যারা মেধাবী
আমি শুধু বুঝি, বাংলা বর্ণমালায় বিজ্ঞান পড়ানো হোক,
এটা ছিল তোমার সার্বিক দাবি।

তুমি যতই সম্মান পদক পুরস্কার পাও, সেটা আমি ভুলছি না ভুলবো না।
তবে চিরজীবী হয়ে থাকবে তুমি
তোমার সহজ সরল সোচ্চার ঘোষণা
“যারা বলে বাংলায় বিজ্ঞান পড়ানো যায় না, তারা নিশ্চিত বাংলা ও বিজ্ঞান কোনটাই জানে না।’

বিজ্ঞান চর্চা ও বাদ্যযন্ত্র বাদন
ছড়িয়ে পড়ে বহু যোজন, বিস্তৃত বহুদূর
বেহালা ও এসরাজ বাজাতে তুমি
শব্দ বিজ্ঞানের সাধনায় বেজে ওঠে সরগমের সুর!