আজ বাংলাদেশঃ ১৯ জুলাই ২০২৪
তমাল সাহা
কোথায় বৃষ্টির ধারাজল
কোথায় জ্যোৎস্নার রুপোলি ফসল
কোথায় হিরন্ময় রোদ পবিত্র
আমায় কোথায় নিয়ে এলে অরিত্র?
এতো মুষলধারে রক্তবর্ষণ
আকাশ ভেঙে নামে রক্তের স্রোত
কোথায় নোঙর কোথায় নাবিক জলপোত?
তুমি আমায় কোথায় নিয়ে এলে অরিত্র
এত লাশ রাখবো কোথায়?
কাকে ভালোবাসবো, ধরে রাখবো বুকে
ছড়িয়ে ছিটিয়ে যত্র তত্র!
২)
সকালবেলা ছুটে চলে যাই
দেখি বাংলাদেশের হৃদয়তলা
পড়ে আছে শত শত লাশ,
রক্ত দলা দলা।
মাটিতে জানু পেতে বসি,
তুলে নিই এক একটি শব
এতো শান্ত সমাহিত মুখ
নীরব বাঙ্ময়তায় সরব!