অবতক খবর,১৫ জুলাই: আজ প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আপাত ভাবে জানা গেছে, নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতনের ছাত্র সৌমজিৎ দাস সর্বমোট ৬৮২ নম্বর পেয়ে পশ্চিমবঙ্গে মাধ্যমিকে ১১তম স্থান অর্জন করেছে।
এছাড়াও বীজপুরের মধ্যে হালিশহর অন্নপূর্ণা উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী জ্যোতি বিশ্বাস সর্বমোট ৬৭৪ নম্বর পেয়ে বিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করেছে। আর তারপরেই রয়েছে তিয়াশা মুখার্জী। তার প্রাপ্ত নম্বর ৬৫১। তারা দুজনেই হালিশহর ৭ নং ওয়ার্ড মেল পুকুর পাড় অঞ্চলের বাসিন্দা।
ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সম্পাদক দিব্যেন্দু সরকারের পক্ষ থেকে তাদের দুজনকেই মাধ্যমিকে ভালো ফলাফল করার জন্য সংবর্ধনা প্রদান করা হয়।
উল্লেখ্য যে, এখনও পর্যন্ত বীজপুরের সমস্ত স্কুলের ছাত্র-ছাত্রীদের ফলাফল আমাদের হাতে পৌঁছায়নি।