অবতক খবর,২০ মে: আজ পঞ্চম দফা ভোটে রক্ত ঝরলো হাওড়ায়। তৃণমূল ও বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হাওড়া।

আজ পঞ্চম দফার ভোট।
ভোটে কোথাও পাওয়া যাচ্ছে যেমন শান্তিপূর্ণ আভাস তেমনি কোথাও কোথাও পাওয়া যাচ্ছে উত্তপ্ত এলাকা
ঠিক তেমনি আজ পঞ্চম দফার ভোটে রক্ত ঝরলো হাওড়ায় । ঠিক কি ঘটেছিল ‌
কেনই বা হঠাৎ উত্তপ্ত হল হাওড় বুথের কেন্দ্র ? জানবো বিস্তারিত।

স্থানীয় সূত্রের খবর হাওড়ায় উনসানি অঞ্চল এলাকায় তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ বাঁধে । কেন্দ্রীয় বাহিনীর থাকা সত্বেও তা হাতি হয় দুই দলের মধ্যে । প্রশ্ন উঠছে তবে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কি ?কেন্দ্রীয় বাহিনী থাকার সত্বেও হচ্ছে শীলতা হানি ঝরছে রক্ত। প্রশ্ন সবার মনে একটাই?
ণির্বাচন যদি মানুষের মনে ভয় তৈরি করে
আগামী দিন থেকে মানুষ হয়তো বাইরে বেরিয়ে ভোট দেওয়ার কথা চিন্তা করবেন না।