অবতক খবর,১১ ডিসেম্বর,বিকি মান্না,জনাই( হুগলী): বাংলাদেশের ইসকনের মহারাজ চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর অন্যায় গ্রেফতার এবং ক্রমাগত সনাতনী হিন্দুদের ওপর লাগাতার অত্যাচারের প্রতিবাদে আজ জানাই চিকরন্ড জলা পাড়ায় প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন হাজার হাজার হিন্দু ।
হিন্দু সমাজের দাবি মহারাজ চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি তার পাশাপাশি হিন্দুদের ওপর যে লাগাতার অত্যাচার হচ্ছে তা যেন বন্ধ হয়, এবং বাংলাদেশের জনগণ যেভাবে ভারতীয় জাতীয় পতাকার অবমাননা করছে , সেটা যেন অবিলম্বে বন্ধ করা হয়, না হলে আগামী দিনে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের সনাতনী হিন্দু সমাজ আরো বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেবে ।
এর আগে ১৯৭১ সালে সনাতনী হিন্দুদের দের এক কাপড়ে দেশত্যাগ করতে হয়েছিল, এইবার তা আর হবে না , ভারতবর্ষের সকল সনাতনী হিন্দু আর চুপ করে বসে থাকবে না,শুধু সাধারণ জনগণ নয় তৃণমূল বিজেপি সকল নেতৃত্ব আজকের এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছিলেন ।
এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন চন্ডীতলা ব্লক টু পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কুমোদ দাস, হুগলি জেলার নমঃশূদ্র উদ্বাস্তু সেলের সভাপতি সমর মধু, এছাড়াও ছিল একাধিক বিজেপি নেতৃত্ব ।