আজ কার জন্মদিন!
তমাল সাহা

কার! কার! কার!
আজ জন্মদিন কার?
সে সমগ্র বিশ্বকে একদিন
করেছিল তোলপাড়।

এদেশে কার অধিকার?
মেহেনতিরাই দুনিয়াদার।
উচ্চকণ্ঠে শ্লোগান সোচ্চার
নতুন পথ বিদ্রোহী কবিতার।

কিষান-কিষানি হাতে ধনুক-তীর
কেঁপে উঠল তরাইয়ের পাহাড়।
সে কী জনরব, তারুণ্যের জোয়ার!

সে নিজেই নিয়েছিল শপথ
সক্রিয় প্রত্যয়, ধরেছিল পথ।
নকশাল শব্দটি
ঢুকে গেল বিশ্ব অভিধানে।
সবাই জেনে গেল
চারু মজুমদার মানে।
দুনিয়ায় ফেলে দিল সাড়া
চারু মজুমদার মানেই
রাষ্ট্রীয় পাহারা।

দিকে দিকে ছুটে গেল
নকশালবাড়ির তীর…
এখনো আসেনি ভোর
তিমির রাত্রি গভীর।

জাগো! জেগে ওঠো রণবীর!