Aabtak Khabar,12 May:  নিত্য প্রয়োজনীয় জিনিস চাল ডাল নুন তেল শাকসবজি মাছ মাংস ডিম এই সমস্ত জিনিসের দাম যাতে অগ্নিমূল্য না হয় এই যুদ্ধকালীন পরিস্থিতিতে সেটা দেখার জন্যই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার গঠিত টাস্ক ফোর্সের সদস্যরা গত কয়েকদিন ধরেই বিভিন্ন বাজারে বাজারে ঘুরে বেড়াচ্ছেন এবং কোন জিনিসের দাম বেড়েছে কিনা সেই বিষয়টা খতিয়ে দেখছেন যদি কোন জিনিসের দাম বেশি হয়ে থাকে তাহলে তাকে নির্দেশ দিচ্ছেন যে এই দাম বেশি নেওয়া যাবে না সঠিক মরলে জিনিস বিক্রি করতে হবে।

একই সঙ্গে কালোবাজারি বা যারা যুদ্ধের আবহে তাদেরকে সচেতন করে দেওয়া হচ্ছে যাতে তারা কালোবাজারি না করে। সে কারণেই আজ উল্টোডাঙ্গা খুচরো এবং পাইকারি মার্কেট ঘুরে দেখলেন টাস্ক ফোর্সের সদস্যরা। উল্টোডাঙ্গা বাজারে আজকে সবজি দর যথাক্রমে আলু কুড়ি থেকে ২৫ টাকা পিঁয়াজ ২৫ থেকে ৩০ টাকা রসুন ১০০ টাকা আদা ১০০ টাকা টমেটো ৩০ টাকা পটল কুড়ি টাকা বেগুন ৮০ টাকা উচ্ছে ৬০ টাকা ঢেড়স ৫০ টাকা রুই মাছ দেড়শ টাকা কাতলা মাছ দুশো টাকা। ইলিশ মাছ ৮০০ থেকে ১২০০ টাকা। গলদা চিংড়ি ১২০০ থেকে ১৪০০ টাকা। মুরগির ডিম ছয় টাকা হাঁসের ডিম ১২ টাকা।