অবতক খবর,২৯ মে: ২০২২ টাটা আইপিএল ফাইনালে মুখোমুখি হতে চলেছে রাজস্থান (RR) বনাম গুজরাট( GT) । দুই ভারতীয় অধিনায়কের অগ্নিপরীক্ষা হার্দিক বনাম সঞ্জু।
এর আগে টাটা আইপিএলে যতবার দুটি টিম মুখোমুখি হয়েছে ততবার গুজরাট টাইটেল ম্যাচ জিতেছে। কিন্তু আজকের ম্যাচটা অন্য ম্যাচের থেকে অনেকটাই আলাদা মাটির উত্তেজনা অনেক বেশি ভাগশেষ লগ্নের ম্যাচ হয় জিততে মরিয়া দুই দলই।
আরসিবি সঙ্গে দুর্দান্ত ব্যাটিং করুন ইংল্যান্ড ব্যাটসম্যান জজ বাটলার তার ব্যাটিং এর পারফরম্যান্স করে সুন্দরভাবে তুলে ধরেছে এই টাটা আইপিএলের ম্যাচে। আইপিএল ইতিহাসে বিরাট কোহলি রেকর্ড ভাঙার সুযোগ আছে তার কাছে।
ঠিক তেমনি অসাধারণ অধিনায়কত্ব করে চলেছেন 2022 টাটা আইপিএলের প্রথমদিন থেকেই হার্দিক পান্ডিয়া।
তিনি তার দক্ষতার সঙ্গে দরকার আজকে এই জায়গাতে লিখেছে তার সঙ্গে খুব সুন্দর বলিং ব্যাটিং পারফরম্যান্স করে চলেছে।
আর সবথেকে লক্ষণীয় বিষয় হল টাটা আইপিএল কলকাতা হেরে গেলেও কলকাতাবাসী আজ যেন গুজরাট কে কে সাপোর্ট করছে তার কারণ তাদের ঘরের ছেলে ঋদ্ধিমান সাহা এই আইপিএল দুর্দান্ত খেলে চলেছে গুজরাটের হয়ে। এই আইপিএলে তিনি 10 ম্যাচে 312 রান করেন। তেরি রানের সুবাদে গুজরাট ওপেনিংয়ে একটি দুর্দান্ত দুর্দান্ত ব্যাটিংয়ে স্ট্যাটাস পাছে। অপরদিকে সুন্দর ব্যাটিং ও বোলিং করে চলেছে রাজস্থান পুরো দলটা। লড়াই প্রথম আর দ্বিতীয় সেই পয়েন্ট টেবিলের।
টাটা আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে আমদাবাদের নারেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে।