অবতক খবর,১ অক্টোবর: আগামীকাল অর্থাৎ দোসরা অক্টোবর আজিমগঞ্জ জংশন থেকে নসিপুর রেল ব্রিজ হয়ে লোকাল ট্রেনের ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ভার্চুয়ালি উদ্বোধন করবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই বিষয়ে আজ পহেলা অক্টোবর দলীয় কংগ্রেস কার্যালয় সাংবাদিক বৈঠক করলেন কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস।
তিনি প্রথমেই শারদীয়ার প্রাক্কালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজী তিনি মুর্শিদাবাদ জেলাবাসীর বহুদিনের স্বপ্ন নসিপুর রেল ব্রিজ আগামীকাল তারি দপ্তরের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভার্চুয়াল এর মাধ্যমে শিয়ালদা থেকে ভিডিও কনফারেন্সে উদ্বোধন করবে ন। এ বিষয়ে জয়ন্ত বাবু বলেন এ তো কোন মার্বেল পেপার নয় যে বাজার থেকে কিনে এনে কাচি দিয়ে কেটে সাটিয়ে তৈরি করা হলো।
এটা দীর্ঘ লড়াই য়ের ফল এই রেল ব্রিজ। তিনি বলেন ১৯৯৯ সালে নবগ্রামের বিধায়ক অধীর রঞ্জন চৌধুরী আর ইস্টার্ন রেলওয়ের লালগোলা শাখার রেলওয়ে প্যাসেঞ্জার ইউনিয়নের সম্পাদক এ আর খান ,তিনি প্রয়াত হয়েছে। সেই সময় খান সাহেব গরাবাজারের অদিদ চৌধুরীর বাসভবনে এসে প্রস্তাব দেন যে অনেককে বলা সত্ত্বেও কোন কাজ হয়নি তাই আপনার কাছে বাধ্য হয়ে জানাতে এলাম ব্রিটিশ আমলের তৈরি এবং সেই সময়কার ব্যাবহারিত একটি রেলপথ ছিল সেই রেলপথের যদি আপনি ব্যবস্থা করেন তাহলে মুর্শিদাবাদ বাসির সঙ্গে সঙ্গে ভারতবাসী ও উপকৃত হবে।
অধীর চৌধুরী সেই সময় বিয়ার খানের কথা শুনে বি এল আর ও থেকে পুরনো ম্যাপ নিয়ে তার কার্যক্রম শুরু করেন। জয়ন্ত বাবু বলেন নসিপুর ব্রীজ কার এই তর্কে না গিয়ে আমি সব রাজনৈতিক দলকে বলবো মানুষের যেটুকু কৃতিত্ব সেইটুকু যদি আমরা স্বীকার করে নিই তাহলে নিজেরা কেউ ছোট হই না।