আজকের খণ্ড পংক্তিমালা
তমাল সাহা
১)
কে গর্জালো কে বর্ষালো
তাতে তোমার কী ভাই?
কলকাতার একটি পথের নাম রেড রোড কেন, সেটি শুধু জানো
তোমার রাস্তা তো লড়াই আর লড়াই!
২)
আদিম হিংস্র মানবিকতার
আমি যদি কেউ হই
পরের লাইনগুলি ভয়ংকর রাজনৈতিক
তাই আমি চুপ করে রই!
৩)
কারার ঐ লৌহ কপাট
ভেঙ্গে ফেল কর রে লোপাট
এতো সহজে কার সাহস এই গান গায়?
৭০ দশকে জেলের ভিতর
কত লাশ পাওয়া যায়!
৪)
কন্ঠ আমার রুদ্ধ আজিকে
বাঁশি সঙ্গীত হারা।
চুপ করে বসে আছি ঘরে,
কেউ করিবে না তাড়া।
৫)
ভয় করব না ভাই ভয় করব না
দুবেলা মরার আগে মরব না ভাই মরব না
ঘরে বসে গাইবো গান
কক্ষনো বাইরে বেরুবো না।
৬)
বলবীর উন্নত মম শির…
আবৃত্তিতে উচ্চারণ গভীর
মঞ্চে দাপানো বিভঙ্গ শরীর।
আমি উন্মাদ আমি অস্থির… বাইরে বেরুলেই আমি স্থির!