সেই চে গাভারা। ১৪ জুন। আজ তার জন্মদিন

আজও তুমি /তমাল সাহা

তোমাকে বাজারি বানাবে
বেনিয়া চালাকি?
এতো জানা কথা–
বানাবে বাণিজ্যিক পণ্য
কিন্তু আমরা তো ভুলিনি
জীবনটি বাজি রেখেছিলে
আমাদের জন্য।

জামা জুতো ক‍্যান বিয়ারে
তোমার মুখ—বাজারে তুমি ব্র‍্যান্ড।
আমরা এসব করিনা গ্রাহ‍্য—
প্রতীক্ষায় আছি কবে বাজবে
যুদ্ধের বিউগল ফৌজি ব‍্যান্ড?

তুমি তো টি-শার্ট নও
বুকের ওপর আঁকা কোনো মুখ
তুমি আছো বুকের গভীরে
চিরযুবা বিপ্লবে উন্মুখ।

শোনো, শোনো গেভারা চে!
লাল পতাকা আজও ওড়ে
তোমাকে নিয়ে
আমরা এখনও বেঁচে।