অবতক খবর,২৪ নভেম্বর,নববারাকপুর : ইতিমধ্যেই রিয়ালিটি শো থেকে উঠে আসা জনপ্রিয় শিল্পী অ্যালবার্ট কাবো সংগীত জগতে করে নিয়েছেন বিশেষ জায়গা। তবে এবার নিউ ব্যারাকপুরে একটি অনুষ্ঠানে এসে দর্শকদের উন্মাদনা দেখে তিনি রীতিমতো আপ্লুত। একের পর এক বলিউড গানে মন জয় করলেন নিউ ব্যারাকপুরের তরুণ প্রজন্মের।

শনিবার সন্ধ্যায় নব বারাকপুর আচার্য প্রফুল্ল চন্দ্র কলেজের নবীন বরণ অনুষ্ঠানকে ঘিরে এদিন সকাল থেকেই ছিল উত্তেজনা। স্থানীয় কৃষ্টি প্রেক্ষাগৃহে নববারাকপুর সাজিরহাট সোদপুর রোডে অবস্থিত আচার্য প্রফুল্ল চন্দ্র মহাবিদ্যালয়ের ছাত্র সংসদ ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানেই হাজির হন গায়ক অ্যালবার্ট কাবো সহ অভিনেত্রী নুসরাত জাহান। এদিন অনুষ্ঠানের সূচনা করেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা। উপস্থিত ছিলেন উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, মহাবিদ্যালয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৈতালি ভট্টাচার্য, পরিচালন সমিতির সভাপতি ড. নিখিল চন্দ্র হালদার, সাংসদ সৌগত রায়, নব বারাকপুর থানার আইসি সুমিত কুমার বৈদ্য, ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বাণীব্রত চক্রবর্তী, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী, পুর প্রতিনিধি মনোজ সরকার, ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সুমন দে সহ কলেজের অধ্যাপক অধ্যাপিকা ও বিশিষ্ট ব্যক্তিরা।

এরপরই অনুষ্ঠানে একের পর এক হিট গানে কলেজ পড়ুয়াদের মন জিতে নেন কাবো। এত মানুষের ভালোবাসা পেয়ে আপ্লুত গায়কও।এছাড়াও সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী লোপামুদ্রা সামন্ত।