অবতক খবর,২৭ সেপ্টেম্বর,মালদা:- আচমকা টাঙন নদীর জলে তোরে ভেঙ্গে গেল বাঁধ। আর তারই জেরে গাজোল ব্লকের গোটা চাকনগর গ্রাম পঞ্চায়েত এলাকা নদীর জলে প্লাবিত হয়েছে। সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকাটি। আর এই পরিস্থিতিতে মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ প্রশাসনের পদস্থ কর্তারা তড়িঘড়ি বন্যায় প্লাবিত চাকনগর গ্রামে নৌকা করে পৌঁছালেন। বন্যায় শতাধিক গ্রামবাসীদের পাশে থেকে খাদ্য সামগ্রী, ত্রিপলসহ নানান সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিলেন । এমনকি বন্যায় দুর্গতদের জন্য বসানো হলো বিনামূল্যে স্বাস্থ্য শিবির। দফায় দফায় গাজোল ব্লকের বন্যা কবলিত চাকননগর এলাকা তদারকি চালিয়ে যান জেলা প্রশাসনের কর্তারা।

উল্লেখ্য, গত সপ্তাহের শনি এবং রবিবারের একটানা বৃষ্টির জেরেই আচমকায় বিভিন্ন নদীর জল বাড়তে শুরু করেছে। সেই সঙ্গে গাজোল ব্লকের টাঙ্গন নদীর জল বেড়ে যায়। এরপর মঙ্গলবার সকালে চাকনগর এলাকার টাঙন নদীর বাঁধ ভেঙে হু হু করে গ্রামে জল ঢুকতে শুরু করে। কয়েকশো পরিবার বন্যায় প্লাবিত হয়ে পড়েছে। আর তারপরেই দুর্গত মানুষদের পাশে থেকে বাঁধ মেরামতি সহ নানান সহযোগিতার ব্যবস্থা করে দেন জেলা প্রশাসনের কর্তারা।