অবতক খবর,২৭ ডিসেম্বর,ডালখোলা: আগ্নেয়াস্ত্র সহ দুই কুখ্যাত দুষ্কৃতিকে গ্রেফতার করলো ডালখোলা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ডালখোলা থানা এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল দুষ্কৃতীরা। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ দুই কুখ্যাত দুষ্কৃতিকে গ্রেফতার করে।
বাজেয়াপ্ত করা হয়েছে একটি চার চাকার গাড়ি ও একটি নম্বরবিহীন বাইক। শুক্রবার অভিযুক্তদের ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।