অবতক খবর,১৬ মে: সদ্য লোকসভা নির্বাচনের আগে জেলার বিভিন্ন স্থানে বেআইনি আগ্নেয়াস্ত্র,বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়।প্রায় প্রতিদিন জেলার কোনো না কোনো থানা এলাকা থেকে বোমা বারুদ,আগ্নেয়াস্ত্র উদ্ধারের খবর পাওয়া গেছে। অনুরূপ ভোট পরবর্তীতে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য।আগ্নেয়াস্ত্র সহ এক ব্যাক্তিকে গ্রেপ্তার করলো বীরভূমের মাড়গ্রাম থানার পুলিশ।

জানা যায় যে, বুধবার গভীর রাতে মাড়গ্রাম থানার পুলিশ টহল দেওয়ার সময় মাড়গ্রাম থানার দুনিগ্রাম পিচ রোডের ভাবকি মোড়ের কাছে এক ব্যাক্তিকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশের সন্দেহ জাগে। সেই অনুযায়ী তখন কর্তব্যরত পুলিশ অফিসাররা তাকে জিজ্ঞাসাবাদ করলে সদুত্তর না দেওয়াই তাকে আটক করে মাড়গ্রাম থানার পুলিশ। এরপর তল্লাশি চালিয়ে তার কাছে থেকে একটি দেশি ওয়ান শাটার পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়।পুলিশ সূত্রে খবর ধৃত ব্যক্তির নাম উৎপল মাল।

বাড়ি মারগ্রাম থানার বামদেবপুর গ্রামে। ধৃত ব্যক্তি কি কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরাঘুরি করছিল ইতিমধ্যে তার তদন্ত শুরু করেছেন মাড়গ্রাম থানার পুলিশ। ধৃত ব্যক্তিকে বুধবার মাড়গ্রাম থানা পুলিশের পক্ষ থেকে রামপুরহাট মহাকুমা আদালতে তোলা হয় বলে জানা যায়।