অবতক খবর,২৮ সেপ্টেম্বরঃ বুধবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে ডোমকলের মধুরকুল ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪ টি দেশি পাইপ গান , এবং ৬ রাউন্ড গুলি সহ এক ব্যক্তিকে পাকড়াও করে পুলিস। পুলিস জানিয়েছে ধৃত ওই যুবকের নাম সাইদুল মন্ডল । তার বাড়ি নদীয়া জেলার সাহেব পাড়া কলোনি এলাকাতেই। ধৃতের বিরুদ্ধে অস্ত্রআইনে মামলা রুজু করেছে ডোমকল থানার পুলিস । বৃহস্পতিবার ৭ দিনের পুলিসি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে আদালতে তোলা হয়েছে।