অবতক খবর,৫ মার্চ:  আগুন লেগে ক্ষতির মুখে পড়ল ময়ূরেশ্বরের উচপুর গ্রামের বাসিন্দা। বুধবার সকাল ১০ঃ৩০ নাগাদ সংবাদ মাধ্যমকে উচপুরের চাঁদ গোপাল লেট অর্থাৎ যার বাড়িতে এই আগুন লাগার ঘটনা ঘটেছে তিনি জানিয়েছেন গতকাল অর্থাৎ মঙ্গলবার মধ্যরাতে তার বাড়িতে আচমকায় আগুন লাগার ঘটনা সে দেখতে পায়। আর তারপরই পাড়া প্রতিবেশীরা সেখানে ছুটে আসে।

স্থানীয়দের চেষ্টায় বেশ কিছুক্ষণ পর সেই আগুন নেভানোর কাজ সম্পন্ন হয়েছে, তবে সেই আগুনে পুড়ে ছাই হয়েছে বাড়িতে থাকা কাঁথা কম্বল থেকে শুরু করে বাড়িতে রাখা দরকারি বিভিন্ন কাগজপত্র, তবে কিভাবেই বা অগ্নিসংযোগ ঘটলো সে বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট নয়। মঙ্গলবার মধ্যরাতে বীরভূমের ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের উচপুর গ্রামে ঘটে এই অগ্নিকাণ্ড আর তাতেই পুড়ে ছাই হলো চাঁদ গোপাল লেট নামক এক ব্যক্তির বাড়ির চাল সহ বিভিন্ন জিনিসপত্র।